সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির খেলা দেখার জন্য ব্যাকুল হয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীরা। কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ‘মেসি মেসি’ চিৎকারে মুখরিত করেছিলেন স্টেডিয়াম। মেসিও হতাশ করেননি তাদের। সেমিফাইনালে সেই মেসির কারণেই থমকে গেছে যুক্তরাষ্ট্রের শিরোপা জয়ের স্বপ্ন। ৪-০ গোলের হার নিয়েই কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। অন্যদিকে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে মেসির আর্জেন্টিনা।
ফ্রি-কিক থেকে মেসি নিজে করেছেন দর্শনীয় এক গোল। এই গোল করে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে তিনিই এখন বনে গেছেন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনার অপর দুটি গোলের নেপথ্যেও ছিলেন মেসি।
৪-০ গোলের বড় জয় দিয়ে ফাইনালে পা রেখেছে মেসির আর্জেন্টিনা।
Read More News
CoinWan Latest Banlga Newspaper