বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজাক খান আজ বুধবার ভারতের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন । রাজাক দুই দশক ধরে শোবিজের সঙ্গে যুক্ত ছিলেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, হঠাৎ করে অসুস্থ বোধ করায় তাকে দ্রুত মুম্বাইয়ের বান্দ্রার হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Read More News
রাজাক খান অভিনয় করেছেন প্রায় ৯০টি ছবিতে। এগুলোর মধ্যে উল্লেখ করা যায় ‘হ্যালো ব্রাদার’, ‘হেরাফেরি’, ‘বাদশাহ’, ‘রূপ কি রানি চোরো কা রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘হাসিনা মান জায়েগি’-র মতো বেশ কিছু জনপ্রিয় বাণিজ্যিক ছবি।
CoinWan Latest Banlga Newspaper