জঙ্গিবাদ মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান ।
রববার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহবান জানান। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
খালেদা জিয়াকে জঙ্গিবাদের মদদদাতা হিসেবে আখ্যায়িত করে শাজাহান খান বলেন, ‘এই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন বেগম খালেদা জিয়া। তিনি হচ্ছেন এই যুগের ঘষেটি বেগম।’
১৪ দলীয় জোটের শরিক জাগপা নেতা শফিউল আলম প্রধানকে খুনি হিসেবে আখ্যায়িত করে শাজাহান খান বলেন, ‘১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭ জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই খুনি শফিউল আলম প্রধান আর খুনি মুজাহিদদের নিয়ে ঐক্য করেছেন। সকল খুনি আজ একত্রিত হয়েছে। আর এই খুনিদের নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
Read More News
মাদারীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ফাহিমের পক্ষ নিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের মদদ দিচ্ছেন। আজ খালেদা জিয়া মায়াকান্না করছেন এই বলে যে, ফাহিমকে হত্যা করা হয়েছে। যে ফাহিম একজন শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যার চেষ্টা করলো সেই রিপনের জন্য তো খালেদা জিয়া দু:খ প্রকাশ করলেন না। তার মানে হলো তিনি জঙ্গিদের পক্ষ নিয়েছেন।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে এতো উন্নয়ন হচ্ছে অথচ খালেদা জিয়ার চোখে পড়ে না। এর আগে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, কোথায় এতো উন্নয়ন হলো মানুষ চোখে দেখে না। আমি তখন বলেছিলাম, বুড়ো মানুষের চোখে সানি পরলে যেমন চোখে দেখে না, খালেদা জিয়ারও তাই হয়েছে। আমার সেই কথা সত্যি হয়েছে। উনি (খালেদা জিয়া) কিছুদিন আগে লন্ডন গিয়ে চোখের সানি কেটে এসেছেন, তাই এখন আর ওভাবে বলেন না।
CoinWan Latest Banlga Newspaper