জিজ্ঞাসাবাদের জন্য বাবুলকে নিয়ে গিয়েছে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী

আজ শনিবার সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে শ্বশুরের বাসা থেকে নিয়ে গিয়েছে পুলিশ।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মিতু হত্যার ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হবে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে  বাবুল আক্তারকে পুলিশ নিয়ে যায় বলে দাবি করেন শ্বশুর মোশাররফ হোসেন।
Read More News

মোশাররফ বলেন, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল হোসেনকে সঙ্গে নিয়ে মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন গতকাল দিবাগত রাত ১টা ৫ মিনিটে তাঁদের বাসায় যান। এরপর তাঁরা বাবুল আক্তারকে সঙ্গে নিয়ে যান। তাঁরা বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাবুলের সঙ্গে কথা বলতে চান।

মোশাররফ হোসেন আরো বলেন, আমরা মোবাইল ফোনে বারবার বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। এমনকি ওসিও ফোন ধরেননি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *