কক্সবাজারের টেকনাফ উপজেলার সমুদ্র সৈকত থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে মুন্ডারডেইল সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বড় চালান উদ্ধার করা হয় বলে জানান বিজিবির-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ। বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি বিরাট চালান আসার খবর পায় বিজিবি। সাগর পথে ওই ইয়াবার চালান আসার পর পাচারকারীরা তা খালাস করছিল। আজ ভোর পৌনে ৫টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে বিজিবি ইয়াবার চালানটি উদ্ধার করে। তিনি আরও জানান, অভিযানকালে পাচারকারীরা সাগরপথে পালিয়ে যায়। পরে ইয়াবার চালানটি গণনা করে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
Read More News
CoinWan Latest Banlga Newspaper