যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোয় বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহতের ঘটনায় রিপাবলিকান প্রেসিডেন্ট পদ-প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রেসিডেন্ট ওবামা বলেন, মি. ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন, তা চরমপন্থিদের অপপ্রচারকে আরও উসকে দেবে এবং আমেরিকাকে আরও কম নিরাপদ করে তুলবে।
যেসব দেশ যুক্তরাষ্ট্রে সন্ত্রাস সৃষ্টি করছে, সেসব দেশের মুসলমানদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মি. ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা।
Read More News
প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, আমরা এই আমেরিকা চাইনা, যেখানে কোন গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন হবে না। এটা আমাদেরকে কোনভাবে অধিক নিরাপদ করবে না। এর ফলে আমরা পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে যে অপপ্রচার রয়েছে, আইএস তাতে আরও উসকানি পাবে। খবর বিবিসির।