যুক্তরাষ্ট্রে নতুন এক জাতীয়ভিত্তিক জরিপে দেখা যাচ্ছে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ১২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। উসকানিমূলক ও উদ্ধত কথাবার্তার জন্য ভোটাররা ট্রাম্পের ওপর ভরসা রাখতে পারছেন না। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা যায়, হিলারিকে সমর্থন করছেন ৫১ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছে ৩৯ শতাংশ ভোটার। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল এবং এনবিসি নিউজ পরিচালিত অপর এক জরিপেও হিলারি ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন। দুটি জরিপই রবিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক মাস আগেও ট্রাম্পের প্রতি যে সমর্থন ছিল তা এখন আর নেই। এছাড়া দুই তৃতীয়াংশ ভোটারই মনে করেন যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। অন্যদিকে ৬১ শতাংশ আমেরিকান মনে করেন যে হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা যায়, ৬৬ ভাগ আমেরিকান মনে করেন ট্রাম্প নারী, সংখ্যালঘু এবং মুসলিমদের প্রতি অন্যায়ভাবে পক্ষপাতদুষ্ট।
Read More News
CoinWan Latest Banlga Newspaper