ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনকে আসামি করে মঙ্গলবার (আজ) আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
Read More News
অভিযোগপত্রভুক্ত ৭ আসামির মধ্যে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ও ভাঙারি সোহেল নামে দু’জন পলাতক রয়েছেন।
এ ছাড়া কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল ও শাখওয়াত হোসেনের নামে আরও পাঁচজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির এনজিও কর্মী তাভেল্লা সিজার।
CoinWan Latest Banlga Newspaper