অভিনয়ে নাম লিখিয়েছেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। ঈদের জন্য নির্মিত একাধারে তিনটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। এ তিনটি নাটকে তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, তিশা ও তারিনকে। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘রূপকথা’য় হৃদয়ের বিপরীতে অভিনয় করেছেন তিশা। এসএ অলীকের পরিচালনায় ‘ফিরে যাওয়া হলো না’ নাটকে অভিনয় করেছেন পূর্ণিমা। এ ছাড়া তন্ময় তানসেনের পরিচালনায় ‘ক্ষরণ’ নাটকে তারিনের বিপরীতে অভিনয় করছেন তিনি। অভিনেতা হওয়ার পর অন্যরকম অনুভূতি প্রকাশ করেছেন হৃদয়। অভিনয়কে পেশা হিসেবে নেবেন কি না জানতে চাইলে হৃদয় খান বলেন, আমি গানের মানুষ গান নিয়েই জীবন কাটাতে চাই। এর বাইরে আর কোনো পরিকল্পনা নেই। যা আছে সবই শখ।
Read More News
CoinWan Latest Banlga Newspaper