নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকার আবেদন

জাতীয় সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তথ্য অধিদফতর বরাবর নিবন্ধনের জন্য ১৭১৭টি অনলাইন পত্রিকা আবেদন করেছে।

রবিবার দশম জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ ইলিয়াছের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ৪১টি। অনুমোদিত এফ এম বেতার ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিও ৩২টি এবং দৈনিক পত্রিকা ১৮৬টি। তবে অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকার প্রকৃত সংখ্যা তথ্য মন্ত্রণালয়ে লিপিবদ্ধ নাই।
Read More News

অনলাইন পত্রিকা, রেডিও, টিভি  চ্যানেলগুলো নিবন্ধন কার্যক্রমের আওতায় আনতে আবেদন দাখিলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং ১৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের আবেদন করেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *