প্রিয়াঙ্কা এখন হলিউডেরও তারকা। ‘টাইমস’ এর তালিকায় বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের একজন হয়ে তিনি এখন আলোচনায়। হলিউডের কাজকর্মের বিরতি নিয়ে ভারতে আসছেন প্রিয়াঙ্কা ব্যস্ত সময় কাটানোর জন্য।
হলিউডে টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় সিজনের কাজ শেষ, আবার ‘বেওয়াচ’ নিয়েও ব্যস্ততা নেই আপাতত। ভারতে কাটানোর মতো মাস দুই সময় রয়েছে প্রিয়াঙ্কার হাতে। এই সময়টায় দেশে ফিরে বিভিন্ন পণ্যের প্রচারে ব্যস্ত সময় কাটাবেন তিনি। প্রিয়াঙ্কা যে কয়টি ব্যান্ডের প্রচারের জন্য স্বাক্ষর করেছেন, সেগুলোর পারিশ্রমিক বাবদ আয় করবেন প্রায় ১০০ কোটি রুপি।
Read More News
পণ্যের প্রচারের জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিকই নিয়েছেন তিনি। এত কম সময়ের মধ্যে এমন বিশাল পারিশ্রমিক প্রিয়াঙ্কাই নিয়েছেন। যাহা বলিউডের অন্য তারকাদের জন্য ঈর্ষনীয়।
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper