বন্দুকধারীদের হামলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের প্যানোরোমা সিটিতে তিনজন নিহত ও কমপক্ষে দুইজন আহত হয়েছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় এনবিসি।
শনিবার (১১ জুন) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে বলে লস অ্যাঞ্জেলস পুলিশের বরাতে রবিবার (১২ জুন) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়।
Read More News
এলএপিডি জানায়, নিহতদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হামলা হতে পারে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে এক পুরুষ ও এক নারী মারা যায়, মৃত অপরজন হামলাকারী বলে সনাক্ত করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। এনবিসি ও এবিসি৭।