বেলজিয়ামে রাতভর অভিযানে তিনজন অভিযুক্ত

বেলজিয়ামের কর্তৃপক্ষ রাতভর অভিযানের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করেছে। এসব অভিযোগের মধ্যে হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধ রয়েছে।
রাতভর ব্যাপক অভিযানে যে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম সামির সি, মুস্তাফা এবং যাওয়াদ বি। এছাড়া জনা চল্লিশেক মানুষকে জেরা করা হয়েছে।
আটক করা হয়েছিল এমন নয়জনকে তদন্তকারী সংস্থা ছেড়ে দিয়েছে। কেন্দ্রীয় প্রসিকিউটর কার্যালয় এই তথ্য দিয়েছে। সারারাত ধরে ব্রাসেলসের আশেপাশে ১৬ টি মিউনিসিপালিটিতে এই অভিযান চালানো হয়।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছেন গণজমায়েত হয় এমন অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হবে।
দেশটির সিকিউরিটি কাউন্সিলের সাথে এক জরুরি বৈঠকের পর টুইটারে তিনি লেখেন, পরিকল্পনা অনুযায়ী তাদের কর্মকাণ্ড চলছে।
জনসাধারণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। বেলজিয়ামে দ্বিতীয় সর্ব্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে বেলজিয়ামের মিডিয়ার খবরে বলা হয়েছিল যে, ব্রাসেলসে ফুটবল সমর্থকদের ওপর ইসলামি জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে। সেখানে বড় স্ক্রিনে ফ্রান্সে অনুষ্ঠিত বেলজিয়ামের খেলা দেখানো হচ্ছিল।
গত ২২ মার্চ ব্রাসেলসে এয়ারপোর্টে এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল।
Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *