এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর (৩৪) মরদেহ রাজধানীর খিলগাঁওয়ের বাসায় পৌঁছেছে। রবিবার রাত ৯টা ৫৫ মিনিটে নিহতের বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের খিলগাঁও ভূঁইয়াপাড়ার বাসা নং ২২০/এ বাসায় মিতুর মরদেহ নিয়ে আসা হয়।
Read More News
স্বজনদের আহাজারিতে এ সময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে রবিবার বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নিহতের বাবা মোশাররফ হোসেন চট্টগ্রাম গিয়ে মেয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসেন। হেলিকপ্টারে করে মিতুর মরদেহ ঢাকায় আনা হয়। ঢাকায় জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।