আজ বৃহস্পতিবার বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাভারে একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ডগরমোড়া এলাকার জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।
Read More News
জানা যায়, মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকালে জালাল আহমেদ নিট কম্পোজিট লিমিটেড কারখানার প্রায় দুই শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ রাখেন। তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্প পুলিশ-১-এর পরিদর্শক বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি।
CoinWan Latest Banlga Newspaper