প্রকাশ্যে নিজের প্রেমের কথা স্বীকার না করলেও সালমান খানের প্রেমিকা লুলিয়া ভান্তুর প্রায়ই তার সঙ্গী হচ্ছেন। ‘সুলতান’ ছবির শুটিং সেটে প্রায়ই দেখা যায় লুলিয়াকে। মুম্বাইয়ে তেমন বন্ধু নেই এই রোমনা সুন্দরীর। কিন্তু লুলিয়া যে একা নন তা বোঝানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন সালমানের সহঅভিনেত্রী আনুশকা শর্মা।
Read More News
একটি সূত্র ডিএনএকে জানিয়েছে, বুদাপেস্টে শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন সালমান ও আনুশকা। সালমানের সঙ্গে ছিলেন তার প্রেমিকা লুলিয়াও। বুদাপেস্টে শুটিং চলাকালে লুলিয়ার সঙ্গে ভাল সম্পর্ক গড়ে ওঠে আনুশকার। এর আগেও কয়েকবার তাদের সাক্ষাত্ হলেও এবার তাদের সম্পর্কটা গাঢ় হয়। মুম্বাই ফিরে আনুশকার তার বান্দ্রার বাসায় লুলিয়ার জন্য পার্টির আয়োজনের কথা বলেছিলেন। আর এখন তারা মুম্বাইতে।
এখন দেখার অপেক্ষা কবে এই পার্টির আয়োজন করেন আনুশকা।