কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ১৯৯৫ সালের পর প্রথমবারের মত কোপার সেমিফাইনালে উঠল যুক্তরাষ্ট্র। আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হয়। যুক্তরাষ্ট্রে ক্লিন্ট ডেম্পসি ও জিয়াসি জারদাস দুটি গোল করেন। আর ইকুয়েডরের পক্ষে একমাত্র গোলটি করেন মিশেল অ্যারো। ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেয় ক্লিন্ট ডেম্পসি। প্রথমার্ধে আর কোনো দল বল জালে জড়াতে পারেনি। দ্বিতীয়ার্থের ৬৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন জিয়াসি জারদাস। ঠিক তার নয় মিনিট পর ইকুয়েডরের মিশেল অ্যারো গোল করেন। তবে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল আরো দুটি গোল। যা করার সুযোগ পায়নি ইকুয়েডর। জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। বলে রাখা ভালো, দুটি দলই দ্বিতীয়ার্থে ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper