তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য সেকেন্ড আর্মির কমান্ডার জেনারেল আদেম হুদুতি এবং থার্ড আর্মির কমান্ডার জেনারেল এরদাল ওজতুর্ককে অভ্যুত্থানচেষ্টার মূল নায়ক বলে ধারণা করা হচ্ছে।
দেশটির সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চলছে। ৮৩৯ সামরিক সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে
পরিচয় প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কর্মকর্তা বলেন, অভ্যুত্থানকারীরা বেশ কিছু সময় নিয়ে এর পরিকল্পনা করেছিলেন। আসন্ন সুপ্রিম মিলিটারি কাউন্সিল সভা হয়ে যেতে পারলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আশঙ্কা করে তারা শুক্রবারেই কাজে নেমে পড়েন।
Read More News
শুক্রবার অভ্যুত্থানচেষ্টার সাথে জড়িত সৈন্যরা ইস্তাম্বুলে বসফোরসের দুটি গুরুত্বপূর্ণ সেতু আংশিক বন্ধ করে দিয়ে তাদের কাজ শুরু করে। তাদের প্রধান লক্ষ্য ছিল বসফোরাস সেতু বা তাকসিম স্কয়ারের মতো প্রধান এলাকাগুলো দখল করা।
বর্তমানে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper