ইস্তানবুল হামলার পরিকল্পনাকারী চেচনিয়ার নাগরিক

তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত চেচনিয়ার নাগরিক আহমাদ চাতায়েভ।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, চেচনিয়ার নাগরিককে রাশিয়ার হাতে তুলে দিলে ইস্তানবুলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাসহ অনেক সন্ত্রাসী হামলা ঘটতো না।

আহমাদ চাতায়েভ নামের ওই চেচেন ১২ বছর আগে রাশিয়া থেকে পালিয়ে গিয়েছিল এবং সে অস্ট্রিয়ায় রাজনৈতিক আশ্রয় পায়। অথচ রুশ সরকারের খাতায় ২০০৩ সাল থেকেই সে সন্ত্রাসী তালিকাভুক্ত হয়ে আছে।

তুরস্কের পুলিশ সূত্রগুলো জানায়, চাতায়েভ গত বছর জিহাদি গোষ্ঠী আইএস’এ যোগ দেয়। তারা বলছেন, ইস্তানবুলের আতা তুর্ক বিমান বন্দরে তিনটি বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষণ ঘটনার মূল সংঘটক ছিল এই আহমাদ চাতায়েভ। এসব হামলায় নিহত হয় ৪৪ জন ও আহত হয় ২৩০ জনেরও বেশি মানুষ।
Read More News

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে তুর্কি কর্তৃপক্ষ বলছেন, আইএসই এ হামলায় জড়িত এমন সাক্ষ্য প্রমাণ ক্রমেই জোরদার হচ্ছে। তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইস্তাম্বুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় জড়িত তিন বোমা হামলাকারী ছিল রাশিয়া, উজবেকিস্তান ও কিরঘিজিস্তানের নাগরিক। তবে তিনি তাদের বিস্তারিত পরিচয় দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *