রাজধানীর কল্যাণপুরে পুলিশি অভিযানে নিহত নয়জনের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গিয়েছে। জঙ্গি আস্তানায় অভিযানে আহত মো. রাকিবুল হাসান ওরফে রিগ্যান তার নিহত আট সহযোগীর নাম জানিয়েছে। তারা হলো রবিন, ইমরান, অভি, আতিক, তাপস সোহান, ইকবাল ও সাব্বির। অপর আরেকজনের নাম জানাতে পারেনি হাসান।
আজ মঙ্গলবার ভোরে কল্যাণপুরে আস্তানা হিসেবে ব্যবহৃত ৫ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অভিযানের সময় আহত অবস্থায় আটক মো. হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Read More News
জানা যায়, আটক মো. হাসান এখন ঢামেক হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের ১ নম্বর ব্লকে চিকিৎসাধীন। তার বাড়ি বগুড়ার জামিলনগরে এবং বাবার নাম রেজাউল করিম। সে স্থানীয় শাহ সুলতান কলেজের ছাত্র। অভিযানের শুরু হলে হাসান তিনতলা থেকে নিচে লাফ দেয়। এতে তার মাথা ও পায়ে চোট লাগে। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এদিকে হাসপাতালে হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ জানায়, হাসান এক বছর আগে থেকে অন্যদের সঙ্গে জঙ্গি তৎপরতায় জড়ায়। এ সময় বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বলে পুলিশকে জানিয়েছে সে।
হাসান জানায়, এক মাস আগে মোট ১০ জনকে কল্যাণপুরের এ বাসায় নিয়ে আসা হয়। এবং এই এক মাস সময়ের মধ্যে তাকে কোনো দিনই বাসার নিচে নামতে দেওয়া হয়নি। হাসান জানায়, এই বাসায় তাঁর মূল কাজ ছিল সবাইকে রান্না করে খাওয়ানো।

CoinWan Latest Banlga Newspaper