রবিবার সকাল থেকেই কাওড়াকান্দি ঘাটে লেগে রয়েছে যানজট। সড়কে রাখা হয়েছে ইজিবাইক, মাহিদ্রা, সবুজবাংলা গাড়ি ফলে লঞ্চ, স্পিডবোট থেকে যাত্রীরা নেমে মহাসড়কে উঠতে দুর্ভোগে পড়তে হচ্ছে। তাছাড়া এই স্থানে ছোট গাড়িগুলো রাখা এবং যাত্রী উঠানোয় সড়কজুড়ে লেগে রয়েছে তীব্র যানজট।
Read More News
এদিকে কাওড়াকান্দি ঘাট থেকে বাখরেরকান্দি পর্যন্ত দূর পাল্লার পরিবহনে আটকে রয়েছে রাস্তার একপাশ। অপর পাশ দিয়ে যাত্রীবাহী পরিবহনের মাঝে ছোট ছোট গাড়িগুলো প্রবেশ করায় দুই কিলোমিটার পথ পার হতে ঘণ্টা পেরিয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগের পরিমান আরও বেড়েছে।
CoinWan Latest Banlga Newspaper