২০১২ সালে সাইফ আলী খানকে বিয়ে করেন বলিউড স্টার কারিনা কাপুর। গত মাস দুয়েক ধরেই বলিউডের আনাচে-কানাচে গুঞ্জন শোনা যাচ্ছিল যে কারিনা কাপুর নাকি মা হতে চলেছেন? মা তো হতেই পারেন, কে বারণ করেছে? কিন্তু এ ব্যাপারে কিছুই স্বীকার করেননি কারিনা। সম্প্রতি সাইফ আলি খান নিজেই কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। এও জানিয়েছেন যে, ডিসেম্বরেই তাদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে।
Read More News
কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ইতিমধ্যেই পতৌদি পরিবারে খুশির আমেজ শুরু হয়ে গিয়েছে। সবাই তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের কী প্রতিক্রিয়া এই বিষয়ে?
ডিএনএ-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় মেজাজ হারালেন অমৃতা সিং। সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘আপনাদের এত সাহস কীভাবে হয় যে, কোনো ব্যক্তিকে ডেকে এনে এ রকম সমস্ত প্রশ্ন করার? কে আপনি? এরপর কখনও আমাকে ডাকবেন না।
CoinWan Latest Banlga Newspaper