প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযান চালিয়ে ১৩ জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ছয় হামলাকারীকে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি। তিনি বলেন, এরমধ্যে আমরা আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। র্যাব, বিজিবিও সেখানে প্রস্তুত ছিল। সন্ত্রাসীদের দমন করার জন্যে রাত চারটায় কমান্ডোরা পরিকল্পনা করে সেখানে অপারেশন শুরু করেন।
Read More News
শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীরা বহু মানুষকে হত্যা করেছে। অথচ সিএনএন একটা লাশের ছবিও দেখায়নি। কিন্তু বাংলাদেশে ছবি দেখানোর প্রতিযোগিতা শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনের জন্য কোনো অপারেশনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর না দেখাতে টেলিভিশনগুলোকে বলা হয়েছে। কিন্তু কিছু কিছু টেলিভিশন সে কথা শুনতে চায়নি।
এ সময় ক্ষোভ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, প্রাইভেট টেলিভিশন আমাদের হাতে দেওয়া। আমি দিতেও যেমন পারি, নিতেও পারি।
প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। তবে সন্ত্রাসীদের ছয়জন মারা গেছে, একজন ধরা পড়েছে।
CoinWan Latest Banlga Newspaper