ঢাবি উপাচার্যের ওপর ছাত্রলীগের হামলা ও গাড়ি ভাঙচুর

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়িতে হামলা চালিয়েছে।

তাঁরা লাঠি দিয়ে উপাচার্যের গাড়ির গ্লাস ভাঙচুর করেন এবং উপাচার্যকে আঘাত করার চেষ্টা করেন।

এ সময় উপাচার্যের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) রক্ষার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকেও আঘাত করেন। উপাচার্য গাড়ির মধ্যে বসে থাকায় তিনি আহত হননি। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের দিকে জুতা ছুড়ে মেরে তাঁকে লাঞ্ছিত করেন।
Read More News

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসপেক্টাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কক্ষে তালা দেন।

এরপর তাঁরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে তাঁর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। এ সময় উপাচার্য আরেফিন সিদ্দিক গাড়িতে করে তাঁর বাসভবনের সামনে এলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্যের গাড়ি লক্ষ্য করে কিল, ঘুষি ও জুতাপেটা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা উপাচার্যকে ঘেরাও করে বিক্ষুব্ধ নেতাকর্মীদের হাত থেকে রক্ষা করে তাঁকে বাসভবনের ভেতরে ঢুকতে সহযোগিতা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স বলেন, প্রসপেক্টাসে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় দলের বিক্ষুব্ধ কর্মীরা উপাচার্যের ওপর হামলা করার চেষ্টা করে। কিন্তু আমরা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁর বাসভবনে প্রবেশে সহযোগিতা করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসপেক্টাসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে টিএসসিতে এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রসপেক্টাসটি বাজেয়াপ্ত ঘোষণা করেন এবং এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *