ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে ধোনির সাবেক প্রেমিকার ভূমিকায় দেখা যাবে দিশাকে। কিন্তু কে এই সাবেক প্রেমিকা।
Read More News
সাক্ষীকে বিয়ে করলেও ধোনির প্রথম প্রেমিকা ছিলেন প্রিয়াঙ্কা ঝা। এক পথ দুর্ঘটনায় মারা যান প্রিয়াঙ্কা। সেই সময়ে ধোনি দেশে ছিলেন না। ভারত এ দলের হয়ে খেলার জন্য জিম্বাবুয়ে-কেনিয়াতে গিয়েছিলেন ধোনি। সেখানে গিয়ে দূরন্ত পারফরম্যান্স করেন ধোনি। তার সেই পারফরম্যান্স নাড়িয়ে দেয় সৌরভ গঙ্গোপাধ্যায় ও রবি শাস্ত্রীকে। দেশে ফেরার পরেই ধোনি জানতে পারেন তার প্রেমিকা আর বেঁচে নেই। ছবিতে বাস্তবের প্রিয়াঙ্কাই ধোনির বায়োপিকে দিশা।
CoinWan Latest Banlga Newspaper