বিআরটিসি স্পেশাল সার্ভিস শুক্রবার থেকে শুরু

যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ‘স্পেশাল সার্ভিস’ আজ শুক্রবার থেকে চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
৯ জুলাই পর্যন্ত চলবে এই সার্ভিস।

বিআরটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) শুক্রবার বলেন, আমরা ২৬ জুন থেকে অগ্রিম টিকিট ছেড়েছিলাম। আজ থেকে ঈদ সার্ভিস শুরু হয়েছে।
Read More News

তিনি বলেন, তবে অন্যান্য গণপরিবহনের মতো বিআরটিসির সারা দেশে বাস সার্ভিস নেই। বিআরটিসি সীমিত রুটে চলাচল করে। বিআরটিসির ক্ষেত্রে রিজার্ভ সার্ভিসের চাহিদা বেশি থাকে। আমাদের বাসের বেশি চাপ পড়ে ঈদের আগের রাত বা আগেরদিন। তখন দেখা যায়, গার্মেন্টস বা কোনো অফিসের অনেকে মিলে এক সঙ্গে গাড়ি রিজার্ভ করে।

তিনি বলেন, এবারো বিষয়টির ওপর জোর দিচ্ছি আমরা। তাই এবারো ঈদের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে মোট ৫০টি বিআরটিসির বাস প্রস্তুত রাখা হবে।

ঢাকা থেকে বিভিন্ন জেলায় বিআরটিসির ৪৫০টি বাস ও ঢাকার বাইরের জেলা থেকে বিভিন্ন গন্তব্যে ৪০০টি বাস আজ থেকে ৯ জুলাই পর্যন্ত ‘স্পেশাল সার্ভিস’ হিসেবে চলাচল করবে।

মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে ছেড়ে যাচ্ছে বিআরটিসির ‘স্পেশাল সার্ভিস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *