মা জানতেন না অস্ট্রেলিয়াপ্রবাসী ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুরের এ টি এম তাজউদ্দিন নিখোঁজ সেই ১০ যুবকের একজন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্য ও ছবির ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার ও প্রকাশিত হচ্ছে।

অথচ তাজউদ্দিনের স্কুলশিক্ষক মা তাহেরা বেগম জানতেন না অস্ট্রেলিয়াপ্রবাসী ছেলে তাজউদ্দিন যে নিখোঁজ ছিলেন। গণমাধ্যমে খবর প্রকাশের পর তিনি লক্ষ্মীপুর সদর থানায় শনিবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার রাতে জিডি করার পর তাহেরা বেগম দাবি করেছেন, অস্ট্রেলিয়াপ্রবাসী ছেলে তাজউদ্দিন যে নিখোঁজ ছিলেন, তা তিনি এতদিন জানতেন না। গণমাধ্যমে খবর দেখে তিনি সন্তানের সন্ধান চেয়ে জিডি করেছেন।

পরিবার জানায়, ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো তাজউদ্দিন ২০১৩ সালে সর্বশেষ বাড়ি এসেছিল। রমজানের কয়েকদিন আগে তাজউদ্দিন বাড়িতে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলে এবং আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। তাজউদ্দিন ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় এক তরুণীকে বিয়ে করার পর সে দেশের নাগরিকত্ব পায়। ওই তরুণী ইসলাম ধর্মও গ্রহণ করে বলে আমরা জেনেছি। ২০১০ ও ২০১২ সালে তাদের দুই ছেলেমেয়ের জন্ম হয়।
Read More News

তাজউদ্দিনের বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সে ২০০৬ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যায়। সেখান থেকেই সে নিখোঁজ হয়। এখন সে কোথায় রয়েছে, তা আমাদের জানা নেই। আমরা তার খোঁজ বের করতে চেষ্টা চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *