বাংলাদেশের মাটিতে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের হত্যা বন্ধ না হলে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেওয়ার হুমকি দিল ভারতীয় জনতা পার্টি।
সেই সঙ্গে দুই দেশের মধ্যে বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে ধরনার দেওয়া হবে বলেও জানিয়ে দিল ভারতের এই রাজনৈতিক দলটি। পাশাপাশি হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে তারা।
এমএলএ দিলীপ ঘোষ শুক্রবার জানান, হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বাংলাদেশে প্রতিদিন খুন হচ্ছে। সরকারের উচিত সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা।
Read More News
বাংলাদেশের স্বাধীনতায় ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার যদি এই খুন খারাপি থামাতে না পারে তবে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরের সামনে আমরা ধরনায় বসবো এবং দরকার হলে দুই দেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার এই ঘটনা আমরা কোনভাবেই মেনে নেবো না।