গুলশান রেস্তোরাঁয় যৌথ অভিযানে নিহত ছয় জঙ্গির সবাই বাংলাদেশি। এর মধ্যে পাঁচজন ছিল পুলিশের তালিকাভুক্ত। এদের দেশের বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, সবাইকে বাঁচানোর আশা মাথায় রেখেই অভিযান চালানো হয়েছিল। কিন্তু শতভাগ নিশ্চয়তা দিয়ে কখনই অভিযান পরিচালনা করা যায় না। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সও তা পারে না। আমরা যে ব্যবস্থা নিয়েছি এর ফলে হামলাকারীদের অনেক পরিকল্পনা ভেস্তে গেছে।
গুলশান হামলার দায় স্বীকার করেছে আইএস। আইজিপি বলেন, যে কোনো বিষয়ে আইএসের দায় স্বীকার করা হচ্ছে। আমরা এর লিংক খোঁজার চেষ্টা করছি। অভিযানে যে ছয় জঙ্গি নিহত হয়েছে, তাদের মধ্যে পাঁচজনকে পুলিশ খুঁজছিল। তারা গুলশানে এসে নিহত হলো।
Read More News
CoinWan Latest Banlga Newspaper