রবিবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয় যে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০দিন কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই শিক্ষার্থীর নাম পরিচয় শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সম্প্রতি ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিখোঁজ শিক্ষার্থীরা জড়িত থাকার পর শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More News
শিক্ষামন্ত্রী বলেন, আমরা আজকেই আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠাবো। প্রথমে আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জানাচ্ছি যে, সেখানে কোনো ছাত্র ১০ দিন বা তার অধিক অনুপস্থিত আছে কিনা তা দ্রুত পাঠাতে। এ জন্য তাদের আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং লক্ষ্য রাখতে যে আমাদের ছেলেমেয়েদের মধ্যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা যেটা হয়তো আগে কেউ খেয়াল করেনি।
এছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের দিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
CoinWan Latest Banlga Newspaper