শোলাকিয়ায় হামলার সম্ভবত টার্গেট ‘ইমাম ফরিদউদ্দিন’

ইমাম ফরিদউদ্দিন মাসউদ বলেন, শোলাকিয়ায় হামলার টার্গেট সম্ভবত তিনিই ছিলেন। তিনি বলেন, দীর্ঘদিন থেকেই তাঁকে হুমকিধামকি দেওয়া হচ্ছে।

আমি সবসময়ই জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার এবং আমার পুরো ইমেজটাকেই আমি শান্তির জন্য ব্যয় করছি। তাই এটা অসম্ভব নয় যে আমাকে তারা টার্গেট করছে।

বাংলাদেশে সম্প্রতি বেশ ক’টি গুপ্ত হত্যার প্রেক্ষাপটে কিছুদিন আগে ইসলামের ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। ধর্মের নামে মানুষ হত্যাকারীরা জাহান্নামে যাবে এ ধরণের দশটির মতো ফতোয়ার উদ্যোক্তা ছিলেন শোলাকিয়ার এই ইমাম।

শোলাকিয়ায় ১৮৯তম ঈদের জামাতে ইমামতি করার জন্য সকাল নটার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে কিশোরগঞ্জ স্টেডিয়ামে পৌছান । ১০ বছর ধরে তিনি দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাতে ইমামতি করছেন।
Read More News

হেলিকপ্টার থেকে কিশোরগঞ্জ স্টেডিয়ামে নামার সময় তিনি একটা আওয়াজ শুনতে পান, যেটাকে তিনি প্রথমে তেমন আমলে নেন নি। সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তখন তাঁকে জানিয়েছিলেন সেখানে বোমা নিক্ষেপের একটা ঘটনা ঘটেছে। পরে তাঁকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জেলার সার্কিট হাউজে চলে যায়। সার্কিট হাউসে যাওয়ার পর তিনি জানতে পারেন পুলিশের টহল বাহিনীর ওপর হামলা হয়েছে এবং পুলিশ মারা গেছে। এরপর নিরাপত্তা কর্মীরা শোলাকিয়ার জামাতে তাঁকে না যাওয়ার পরামর্শ দেন ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *