শোলাকিয়ায় তল্লাশির সময় পুলিশের ওপর হামলা

শোলাকিয়া ঈদগাহের সামনে কিশোরগঞ্জ আজিমউদ্দিন হাইস্কুলের সামনে নিরাপত্তার জন্য একটি পুলিশ চৌকি স্থাপন করা হয়। ওই চৌকিতেই তল্লাশির সময় পুলিশের ওপর হামলা করা হয়।

পুলিশ যখন ব্যাগ তল্লাশি করতে যায় তখন এক জঙ্গি পুলিশ কনস্টেবলের ঘাড়ে কোপ দেয়। কোপ দেওয়ার সাথে সাথে গুলি।

শোলাকিয়ার বাসিন্দা এবং ঘটনার প্রত্যক্ষদর্শী এ কথা জানান।
Read More News

কোপ দেওয়ার সাথে সাথে গুলি শুরু হয়। পুলিশ পাল্টা গুলি করার একপর্যায়ে অন্য পুলিশ সদস্যরা যখন আসে, তখন সন্ত্রাসীরা পালাতে চেষ্টা করে।

ওই এলাকার গোলাপবাগে হামলাকারীরা যখন অবস্থান নেয়, তখন পুলিশ দুজন হামলাকারীকে চিনতে পারে। হামলাকারীদের একজন চারতলা একটি বাড়ির নিচে আশ্রয় নেয়।

পুলিশ ওই হামলাকারীকে বন্দুক ও চাপাতিসহ আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, একটি চাপাতি ও ককটেল উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, মাইকে বয়ান চলছিল। বয়ানের কারণে হামলার ঘটনার খবর ভেতরে তেমন ছড়ায়নি। আতঙ্ক ছড়ালে দৌড়াদৌড়ি হতে পারত, পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারত।

নামাজের পর মুসল্লিদের বলা হয় মাঠের পেছনের রাস্তা দিয়ে মাঠ ত্যাগ করতে। তখনই মুসল্লিরা বিষয়টি জানতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *