বিধি অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পেট্রোবাংলা প্রতি ঘনমিটার পাইকারি গ্যাসের মূল্য ৬.২২ টাকা থেকে বাড়িয়ে ১০.২৯ টাকা করার প্রস্তাব দেয়। এক্ষেত্রে গ্রাহকদের মানসিকভাবে প্রস্তুতি নেয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর টিসিবি ভবনে গ্যাসের মূল্যহার বৃদ্ধির আবেদনের বিষয়ে গণশুনানির শেষ দিনে এমন আভাস দেয় কমিশন। তবে গ্যাসের মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে তা স্থগিতের আহ্বান জানিয়েছে জাতীয় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া গণশুনানির পর্যালোচনা করে আগামী ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানায় এনার্জি কমিশন। গ্যাসের পাইকারি মূল্যহার নিয়ে আজকের শুনানিতে অংশ নেয় পেট্রোবাংলা, বিজিএফসিএল, এসডিএফএল ও বাপেক্স।
Read More News
শুনানির শুরুতে পেট্রোবাংলা প্রতি ঘনমিটার পাইকারি গ্যাসের মূল্য ৬.২২ টাকা থেকে বাড়িয়ে ১০.২৯ টাকা করার প্রস্তাব দেয়।
CoinWan Latest Banlga Newspaper