প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে। ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১ লাখ কম হলেও ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেড়েছে। এবারের পরীক্ষায় মেয়েদের পাসের হার ৭৫.৬০%।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে পরীক্ষার ফল গ্রহণের পর গণভবনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনি তাদের পাসের হারও দিন দিন বাড়ছে। তবে এক্ষেত্রে ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। ছাত্রদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
Read More News
সব বোর্ড মিলে পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬শ’২৮ জন। এর মধ্যে পাস করেছে প্রায় ৯ লাখ শিক্ষার্থী। ১০ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৪.৭০ শতাংশ, যা গত বারের চেয়ে ৫.১০ শতাংশ বেশি।
সারাদেশে জিপিএ পাঁচ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।
CoinWan Latest Banlga Newspaper