জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনে ক্ষতিগ্রস্থ হয়ে পরেছে পুরান ঢাকার ব্যবসায়িক ও যোগাযোগ পরিস্থিতি।
আন্দোলনের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে সদরঘাট-গুলিস্তান সড়কটি। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসের আশপাশের দোকান বা মার্কেটগুলো বন্ধ রাখা হয়। ফলে দিনের একটা বড় অংশ অচল থাকে পুরান ঢাকার ব্যবসায়িদের।
আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যাওয়ার পর বিকেল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখতে পারছেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ীদের ভীষণ আর্থিক ক্ষতি হচ্ছে।
Read More News
কোতোয়ালি থানার কর্মকর্তা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য আহবান জানানো হয়েছে। তারপরও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় ব্যবসায়ীরা আন্দোলন চলাকালে দোকান বন্ধ রাখছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper