যুক্তরষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত রিপাবলিকান দলের নিরাপত্তা বিশেষজ্ঞদের খোলা চিঠিতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প উন্মুক্ত বিশ্বে যুক্তরাষ্ট্রের নৈতিক কর্তৃত্বকে দুর্বল করেছেন। ধর্মীয় সহিষ্ণুতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাসহ যুক্তরাষ্ট্রের সংবিধান, আইন এবং সংগঠনগুলো সম্পর্কে কোনো প্রাথমিক জ্ঞান ও বিশ্বাস নেই ট্রাম্পের। নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট।
খোলা চিঠিতে এমন আশঙ্কা প্রকাশ করেছেন রিপাবলিকান ৫০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ। তাঁরা কেউ ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন না।
বিবিসির খবরে বলা হয়, খোলা চিঠিতে স্বাক্ষর করা রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে আছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক পরিচালক মাইকেল হেডেন।
Read More News
রিপাবলিকান পররাষ্ট্রনীতির বিরোধিতা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের এই প্রার্থী যুক্তরাষ্ট্রের ন্যাটোতে থাকার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছেন, নির্যাতনের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নিতে বলেছেন।
CoinWan Latest Banlga Newspaper