মোবাইল প্রস্তুকারি সংস্থা নোকিয়ার মালিকানাধীন একটি কোম্পানি ডিজিটাল থার্মোমিটার নিয়ে এসেছে। নতুন এই থার্মোমিটারের তারা নাম দিয়েছেন ‘থার্মো’। সংস্থার দাবি এটি সবথেকে স্মার্ট থার্মোমিটার। তাদের দাবি দেহের তাপমাত্রাও একদম সঠিক বিচার করবে এই নতুন যন্ত্র। এরফলে মুখে বা হাতের তলায় থার্মোমিটার রেখে দেহের তাপমাত্রা দেখার প্রয়োজন হবে না। দেহ থেকে ১ সেন্টিমিটার দূরে রাখলেও কাজ করবে এই যন্ত্র। এতে ১৬ টি ইনফারেড সেন্সর রয়েছে যা মাত্র ২ সেকেন্ডে বলে দেবে সর্বোচ্চ তাপমাত্রা।
Read More News
CoinWan Latest Banlga Newspaper