যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তাঁর সহকারী হত্যার ভিডিও প্রকাশিত হয়েছে। গতকাল রোববার ওই ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।
গত শনিবার দুপুর ১টা ৫৫ মিনিটে নিউইয়র্কের ওজোন পার্কের কুইন্স এলাকায় গুলি করে বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তাঁর সহকারী তারা উদ্দিনকে (৬৪) হত্যা করা হয়। জোহরের নামাজ শেষে কুইন্সের আল-ফুরকান জামে মসজিদ থেকে ফিরছিলেন তাঁরা।
Read More News
প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে বন্দুক হাতে পালিয়ে যেতে দেখেন। ইমাম আলাউদ্দিন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর তারা উদ্দিনের মৃত্যু হয়।
ভিডিওতে দেখা যায়, ওজোন পার্কের কুইন্স এলাকার অংশে দীর্ঘ সাদা পোশাক পরিহিত বাংলাদেশি ইমাম ও তাঁর সহকারী হাঁটছিলেন। এমন সময় এক ব্যক্তি তাঁদের পিছন থেকে আসে এবং দুজনকেই মাথায় গুলি করে। পরে দ্রুত পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি থেকে ভিডিও ফুটেজটি নেওয়া হয়।
গত শনিবার সন্ধ্যায় ওজোন পার্কের কুইন্স এলাকার ঘটনাস্থলে বাংলাদেশিসহ কয়েকশ মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা অনেকে একে বিদ্বেষমূলক হামলা বলে দাবি করেন। আর এমন হামলার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেন তারা।
CoinWan Latest Banlga Newspaper