বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় হাজিরা দেওয়াকে কেন্দ্র করে ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে পুরান ঢাকার জনসন রোড, ভিক্টোরিয়া পার্ক, আদালত চত্বরসহ পুরো এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দারা আদালত এলাকায় নিরাপত্তাবলয় তৈরি করেছেন। তল্লাশি ছাড়া কাউকে আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এদিকে, আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার আগে এজলাসকক্ষে হাজির হয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনী সিএসএফের সদস্যরা।
১২টি মামলার মধ্যে নাইকো দুর্নীতি, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি ও দারুসসালাম থানার নয়টি নাশকতার মামলা রয়েছে। সম্প্রতি নাশকতার মামলাগুলোর অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। সে সঙ্গে খালেদা জিয়াকে হুকুমের আসামি দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল যাত্রাবাড়ী থানার নাশকতার মামলাসহ পাঁচটি মামলায় খালেদা জিয়া আত্মসমর্পণ করে নিম্ন আদালত থেকে জামিন পান।
CoinWan Latest Banlga Newspaper