আজ বুধবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে যাতে ইসলাম ধর্ম সব সময় তার স্থান করে নিতে পারে সেটাই আমার কামনা।
শেখ হাসিনা বলেন, আমাদের এই পবিত্র ইসলাম ধর্ম, এই পবিত্র ধর্মের মানসম্মান যাতে উঁচু থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্নকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
Read More News
প্রধানমন্ত্রী বলেন, যারা বিপথে গিয়ে খুন খারাবি করে মানুষ হত্যা করে আমাদের এ পবিত্র ধর্মকে হেয় প্রতিপন্ন করছে, তাদের বিরুদ্ধে পুরো জাতিকে সোচ্চার হতে হবে এবং বাবা-মা, শিক্ষক সকলে এবং যার যার কর্মস্থলে প্রত্যেককেই এ ব্যাপরে সতর্ক থাকতে হবে, আমাদের ছেলেমেয়েরা বিপথে যেন না যেতে পারে।
CoinWan Latest Banlga Newspaper