আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় অফিস ও সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।
ঢাকায় জানাজা শেষে ফজলুর রহমানের লাশ নিয়ে যাওয়া হয়েছে নাটোরের লালপুরে তাঁর গ্রামের বাড়িতে। আজ বিকেলে লালপুরের পারিবারিক করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
Read More News
দীর্ঘদিন কিডনি রোগে ভুগে গত বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ফজলুর রহমান পটল। শনিবার তাঁর মরদেহ ঢাকায় আনা হয়।
ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার প্রতীক বলেন, দেশের জন্য অনেকে ভালো চেয়েছেন, দেশের জন্য শুভকামনা করেছেন। আমি সব মানুষের কাছে আমার বাবার জন্য মাফ চাইছি।