আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনে কীভাবে অভিযোগ করা হয় এবং কোন প্রক্রিয়ায় তা নিষ্পত্তি হয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এবং বর্তমান চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ ১৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগকারী ফায়ার সাভিসের কর্মচারী মোজাম্মেল হকের অভিযোগের নিষ্পত্তির সব নথি আদালতে দাখিল করতে বলেছেন উচ্চ আদালত।
Read More News
রিটকারী ফায়ার সার্ভিসের কর্মচারী মোজাম্মেল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম এবং জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে শুনানি করেন এম আমিনুদ্দিন।
CoinWan Latest Banlga Newspaper