রোববার প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিপর্যয় ঘোষণা দেন। বন্যায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানান রাজ্যের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায়, অন্তত ২০ হাজার দুর্গত মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
Read More News
বন্যায় রাস্তা-ঘাট, বাড়িঘর ও হাসপাতাল তলিয়ে যাওয়ায় উদ্ধারকারী দল জোর তৎপরতা শুরু করেছে। তবে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।
CoinWan Latest Banlga Newspaper