জি বাংলার ‘ইষ্টিকুটুম’ মেগা সিরিয়ালের ‘বাহা’ ওরফে রণিতা দাস বললেন, মেগা সিরিয়ালে অনেক চাপ, শুটিংয়ের ধকল অনেক। তা ছাড়া, বয়স বেড়ে গেলে আর স্বপ্ন পূরণ করা যাবে না। তাই এবার লক্ষ্য বড় পর্দা।
Read More News
টিভিতে ছোট কাজ, প্রোগ্রাম হোস্টজাতীয় কিছু অনুষ্ঠান করতে পারি, কিন্তু আমার স্বপ্ন এখন বড় পর্দা।
বর্তমানে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন, গ্রাজুয়েশন পরীক্ষা নিয়ে ব্যস্ত রয়েছেন রণিতা। পরীক্ষা শেষে ফের অভিনয় জগতে ফিরবেন।