আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এমন কোনো তথ্য নেই যে রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশবান্ধব হবে না।
পরিবেশমন্ত্রী বলেন, এটা যদি পরিবেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে এখানে পাঞ্জাবি নাই, বিহারি নাই, ব্রিটিশও নাই, আপনিও বাঙালি আমিও বাঙালি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাঙালি, তবে কেন করবে সেটা। তা প্রমাণ তো করতে হবে।
Read More News
সবাইকে এ সম্পর্কে সুনিশ্চিত হতে হবে, যে এটা ক্ষতিকর হবে। যারা এটা নিয়ে আন্দোলন করছেন, সরকার সেটা খুব মনোযোগ দিয়ে শুনছেন একাধিক মন্ত্রণালয় নিয়ে কমিটি করা হয়েছে। আরো উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনা হবে। এ অবস্থায় দুশ্চিন্তার কোনো কারণ নেই।
CoinWan Latest Banlga Newspaper