জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি ঠেকাতে গরু বিতরণের ব্যতিক্রম কর্মসূচি নিয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আয়োজনের ব্যবস্থা করা হয়।
মহানগরীর ৫৭টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে গরু বিতরণ করা হয়েছে। তবে লোকসংখ্যা ও আয়তন বিবেচনায় কোনো কোনো ওয়ার্ডে একাধিক গরু বিতরণ করা হয়।
Read More News
আজ রোববার বিকেলে গাজীপুর মহনগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের হাতে গরুগুলো তুলে দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।