গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী দুই নারী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। স্বাক্ষীরা হলেন ফায়রুজ মালিহা ও তাহানা তাসমিয়া।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরিজমের পরিদর্শক হুমায়ুন কবির তাঁদের দুইজনকে হাজির করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে ফায়রুজ মালিহা ও ঢাকা মহানগর হাকিম সত্যপ্রদ সিকদারের আদালতে তাহানা তাসমিয়া জবানবন্দি দেন।
Read More News
এ নিয়ে গুলশান হামলার ঘটনায় আদালতে ১১ জন সাক্ষী সাক্ষ্য দিলেন। অন্য ৯ জন হলেন হলি আর্টিজান রেস্তোরাঁর ক্যাশিয়ার আল-আমিন চৌধুরী সিজান, ওই রেস্তোরাঁর কর্মী মিরাজ হোসেন, রাসেল মাসুদ, বাবুর্চি মো. শাহিন, শাহরিয়ার, তুহিন, শিশির ও মেট্রোরেল প্রকল্পের ড্রাইভার বাসেদ সরদার এবং রেস্তোরাঁয় খেতে আসা ভারতীয় নাগরিক সত্য প্রকাশ।
(সংগৃহীত এনটিভি)
CoinWan Latest Banlga Newspaper