সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ছেলেসহ সাতজনের বিরুদ্ধে রায় ফাঁসের মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য পরবর্তী দিন ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম সামসুল আলম এ দিন ধার্য করেন।
রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু বিচারক রায় প্রস্তুত করতে না পারায় নতুন তারিখ ঘোষণা দিয়েছেন।
Read More News
গত ৪ আগস্ট এ মামলার যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।
অন্য আসামিরা হলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী ফারুক হোসেন, পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী ও আইনজীবী মেহেদী হাসান।