গাজীপুরের টঙ্গীর রেলগেট এলাকায় ফয়েল তৈরির কারখানা ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড-এ বয়লার বিস্ফোরিত হয়ে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক মানুষ।
আগুনে ভবনটি ধসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানা ভবনের পাশের আরো দুটি ভবন। আজ শনিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাতের শিফটে কাজ করার সময় ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিংয়ের বয়লার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুনে ঘটনাস্থল ও টঙ্গী সরকারি হাসপাতালে ১৯ জন নিহত হয়। আর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫ জন নিহত হয়।
Read More News
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে রেলগেট এলাকায় কারখানায় বয়লার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানায় রাতের শিফটের কাজ চলছিল। বয়লার বিস্ফোরণে দগ্ধ হয় অর্ধশতাধিক শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, টঙ্গী ও জয়দেবপুরের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
CoinWan Latest Banlga Newspaper