কারাগার থেকে সাংবাদিক শফিক রেহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টায় শফিক রেহমানকে মুক্তি দেওয়া হয়।
গতকাল সোমবার রাতে শফিক রেহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ পাওয়া যায়নি। এরপর আজ দুপুর ১টায় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
Read More News
মুক্তির পর স্ত্রী তালেয়া রেহমানসহ পরিবারের অন্য সদস্যরা লাল গোলাপ দিয়ে শফিক রেহমানকে স্বাগত জানান। জামিন শেষে চিকিৎসার জন্য স্বজনরা তাঁকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান।
CoinWan Latest Banlga Newspaper